নারায়ণগঞ্জে ইয়াবাসহ ২৮ জুয়াড়ি গ্রেফতার

০৪ আগস্ট ২০১৯, ০৩:০১ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ পিএম


নারায়ণগঞ্জে ইয়াবাসহ ২৮ জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ॥
নারায়ণগঞ্জ শহরের এশটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ২৮ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার (৩ আগস্ট) দিবাগত রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা সংলগ্ন ৩নং মাছঘাটের এলাকার জুয়ার আস্তানায় এ বিশেষ অভিযান চালানো হয়।


গ্রেফতারকৃতরা হলো- মোঃ বাদশা (৫০), লাল মিয়া (৫০), মোঃ রতন (৪৫), মোঃ জনি (৩২), মোঃ কুদ্দুস মোল্লা (৪৮), টিটু চন্দ্র দাস (৩০), মোঃ নুর হোসেন (৫৫), আবুল হোসেন (৪৫), মোঃ মিন্টু (৪০), মোঃ আলামিন (৩৫), মোহাম্মদ আলী (৪৫), মোঃ টিটু সুলতান (৩৬), টিটু চন্দ্র দাস (৩১), মোঃ আশাদুল (২৮), মোঃ নজরুল ইসলাম (৪৫), মোঃ শরিয়ত (৩৪), রতন (৫০), মোঃ আজাদ হোসেন (৩৪), মোঃ আওলাদ হোসেন (৫২), মোঃ বিল্লাল হোসেন (৫০), মোঃ চুন্নু (৩৯), মোঃ দিদার হোসেন (৪০), মোঃ আলী আজগর (৩৫), মোঃ নুর উদ্দিন (৪৫), মোঃ শরিফুল ইসলাম (৪০), মোঃ কামাল @ জুয়েল (৪৫), মোঃ সাইফুল ইসলাম (৪৫) ও মোঃ কবির (৫৫)। এসময় তাদের দখল হতে ৪৫০ পিছ ইয়াবা, নগদ ৪৭ হাজার ৫০০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে নানা কায়দায় চলে আসছিল মাদক এবং জুয়ার আসর। কখনো বাসের ভিতরে আবার কখনো ২-৩ বাস রেখে মাঝে চলতো এই মাদক ও জুয়ার আসর। সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র ৩নং মাছ ঘাটের পাশে রেলওয়ের খালি জায়গা দখল করে বাঁশ ও ছাউনি দিয়ে জুয়ার আস্তানা বানিয়ে জুয়ার আসর চালিয়ে আসছে। সেখানে শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো এবং প্রতিদিন ল ল টাকার খেলা হয়।


স্থানীয় লোকজন জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নিয়মিত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন (মোঃ বাদশা, লাল মিয়া, মোঃ রতন ও মোঃ জনি) জুয়া খেলার পাশাপাশি জুয়ার আসরে আগত জুয়াড়িদের কাছে ইয়াবা বিক্রয় করে আসছিল।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও