দুর্নীতির দায়ে রাজউকে সহকারী পরিচালক মেরাজ আলী কারাগারে

১৯ ডিসেম্বর ২০১৮, ১০:২৪ পিএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৪, ০৬:২৮ এএম


দুর্নীতির দায়ে রাজউকে সহকারী পরিচালক মেরাজ আলী কারাগারে
Court

দুর্নীতির মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারী পরিচালক (স্টেট) মেরাজ আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া এ মামলায় আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

অপরদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম জামিন নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে উত্তরার ৫ নম্বর সেক্টরের ৯সি রোডের ১ নম্বর প্লটের মালিকানা স্বত্বের বিষয়ে আদালতে বিচারাধীন মামলার বিষয় গোপন করেন। এরপর নামজারি অনুমোদন করে বর্ণিত প্লটের আনুমানিক মূল্য তিন কোটি টাকা আত্মসাৎ করেছেন।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও