করোনাভাইরাসে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু

০৬ অক্টোবর ২০২০, ০৫:০৭ পিএম | আপডেট: ১৮ মে ২০২৪, ০৩:০১ পিএম


করোনাভাইরাসে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু

টাইমস ডেস্ক:

দেশে চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২ হাজার ৩৪৫ টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৪৯৯ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর মঙ্গলবার (০৬ অক্টোবর) পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৪০৫ জনে।  

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭১ হাজার ৬৩১ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৬৫১ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৪৩৩ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (০৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও