জনসম্মুখে চলাচলে মাস্ক ব্যবহার না করলে আইনী ব্যবস্থা

৩১ মে ২০২০, ০৯:১৭ পিএম | আপডেট: ০৮ মে ২০২৪, ০৪:৩৫ পিএম


জনসম্মুখে চলাচলে মাস্ক ব্যবহার না করলে আইনী ব্যবস্থা
সংগৃহিত ছবি

নিজস্ব প্রতিবেদক:

জনসম্মুখে চলাচলের ক্ষেত্রে মাস্ক ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক-প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, বাইরে চলাচলের ক্ষেত্রে সবসময় মাস্ক ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনওভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসের কারণে দুইমাসের বেশি সময় পর রবিবার (৩১ মে) থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে সীমিত পরিসরে সকল অফিস খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও