৫৮ জন পুলিশ সদস্যের করোনা জয়

০৪ মে ২০২০, ১১:১৯ পিএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৫, ০১:০৪ পিএম


৫৮ জন পুলিশ সদস্যের করোনা জয়
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশে ৯১৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫৮ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলে পুলিশ সদর দপ্তর থেকে জানা গেছে।

সোমবার (৪ মে) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা গণমাধ্যমকে জানান, প্রথম থেকেই পুলিশ সদস্যরা করোনাভাইরাস ঠেকাতে মাঠ পর্যায়ে কাজ করছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেকে আক্রান্ত হয়েছেন। যারা আক্রান্ত হয়েছেন যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। যারা সুস্থ হয়েছেন তাদের আপাতত বিশ্রামে রাখা হয়েছে। তারা শিগগির কর্মস্থলে যোগ দেবেন।

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, ৪ মে পর্যন্ত ৯১৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের ৪৪৯ সদস্য। সুস্থ হয়েছেন ৫৮ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। আক্রান্ত পুলিশ সদস্যদের রাজারবাগ, মিরপুর, গেন্ডারিয়াসহ বিভিন্ন স্থানে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও