করোনাভাইরাস শনাক্তকরণে বাংলাদেশকে কিট দিচ্ছে চীন

১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৯ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম


করোনাভাইরাস শনাক্তকরণে বাংলাদেশকে কিট দিচ্ছে চীন

টাইমস ডেস্ক:

চীন সরকার কোভিট-নাইনটিন দ্রুত শনাক্তে বাংলাদেশকে ৫০০ কিট দিচ্ছে। চীনকে হ্যান্ড স্যানেটাইজার, মাস্ক ও হাত মোজা পাঠাচ্ছে বাংলাদেশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, উহানে আটকা পড়া ১৭১ জন বাংলাদেশিকে সরকারি খরচে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে সরকার।

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত লি জিমিং চীন সরকারের দেয়া এই উপহারের কপি পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন। কোভিট-নাইনটিন (করোনাভাইরাস) নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমবেদনা প্রকাশ করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে দেয়া চিঠির কপি লি জিমিংকে দেয়া হয়।

রাষ্ট্রদূত জানান, কোভিট (করোনাভাইরাস) শনাক্তে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে ৫০০ কিট উপহার দেয়া হয়েছে। এসব কিট দিয়ে ভাইরাস শনাক্ত করা সম্ভব হবে। আগামী দুই দিনের মধ্যে কিটগুলো বাংলাদেশে পৌঁছাবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সিঙ্গাপুর ছাড়া এখন পর্যন্ত অন্য কোথাও এ রোগে আক্রান্ত হননি কোনও বাংলাদেশি।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও