দিন ও রাতে তাপমাত্রা বাড়তে পারে

১৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৪ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ এএম


দিন ও রাতে তাপমাত্রা বাড়তে পারে

টাইমস ডেস্ক:

সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকালে এক পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

উল্লেখিত সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সিলেট বিভাগের দুই এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও