বিএবি’র অ্যাক্রেডিটেশন সনদ পেল ৮ প্রতিষ্ঠান
২৩ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৩ পিএম | আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০৮:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক:
গুণগত শিল্পায়নের লক্ষ্য অর্জনে নতুন নতুন খাতে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের উদ্যোগ জোরদার করতে বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সব সময় গুণগত শিল্পায়নকে অগ্রাধিকার দিয়ে আসছে। শিল্প পণ্য ও সেবার গুণগতমানের বিষয়ে সরকার কখনও আপস করেনি, ভবিষ্যতেও করবে না বলে তিনি উল্লেখ করেন।
শিল্পমন্ত্রী আজ সোমবার আন্তর্জাতিক মান সংস্থা এর মান অনুযায়ী বিভিন্ন দেশিয় ও বহুজাতিক গবেষণাগার এবং সার্টিফিকেশন সংস্থার অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এ অনুষ্ঠান আয়োজন করে।
শিল্প সচিব মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। এতে স্বাগত বক্তব্য রাখেন বিএবি’র মহাপরিচালক মোঃ মনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সনদপ্রাপ্ত ল্যাবরেটরি ক্রিয়েটিভ ওয়াস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও হা-মীম গ্রুপের সত্ত্বাধিকারী মোঃ আবুল কালাম আজাদ, এপিক হেল্থ কেয়ার, চট্টগামের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির এবং বহুজাতিক ল্যাবরেটরি টুভ সুডের বাংলাদেশ এর কান্ট্রি প্রধান সতীশ কুমার সমুরাজ আলোচনায় অংশ নেন।
হুমায়ূন বলেন, বর্তমান সরকার, শিল্পবান্ধব সরকার। সরকার সব সময় গুণগত শিল্পায়নকে অগ্রাধিকার দিয়ে আসছে। শিল্প মন্ত্রণালয়ের প্রচেষ্টায় বিএবি ইতোমধ্যে সংশ্লিষ্ট অংশীদারদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তিনি বাংলাদেশের শিল্পখাতে অমিত সম্ভাবনা রয়েছে উল্লেখ করেন। এ সম্ভাবনা কাজে লাগাতে তিনি সরকারি-বেসরকারি অংশীদারিত্বে শিল্পায়ন প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার পরামর্শ দেন। যেসবখাতে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের ইস্যু বিবেচনাধীন রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য তিনি বিএবি’র কর্মকর্তাদের তাগিদ দেন।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন কোনো কারখানা বেসরকারিখাতে দেওয়া হবেনা। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এগুলোকে লাভজনক করার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি এসকল শিল্প-কারখানায় বিনিয়োগে উৎসাহী দেশী বিদেশী প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের সাথে এবিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাষ্ট্রায়ত্ত চিনি শিল্পের লোকসানী অবস্থা কাটাতে কাজ না করে বেতন ও ওভার টাইম নেয়া বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি সিবিএ এর অনৈতিক কর্ম নিয়ন্ত্রণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিএবি ৮০টি জাতীয় ও বহুজাতিক পরীক্ষণ ল্যাবরেটরি, সনদ প্রদানকারী প্রতিষ্ঠান এবং পরিদর্শন সংস্থাকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানে সক্ষম হয়েছে। আজকের অনুষ্ঠানে আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও) এর নতুন ভার্সনের নির্ধারিত মান অনুযায়ী ০৪টি টেস্টিং ও ক্যালিব্রেশন ল্যাবরেটরি, বিদ্যমান আইএসও মান অনুযায়ী ০২টি টেস্টিং ও ক্যালিব্রেশন ল্যাবরেটরি, ০১টি মেডিক্যাল ল্যাবরেটরি এবং ০১টি সার্টিফিকেশন বডিকে সনদ প্রদান করা হয়। শিল্পমন্ত্রী এবং শিল্প প্রতিমন্ত্রী সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অ্যাক্রেডিটেশন সনদ তুলে দেন। এ সময় শিল্পসচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
সনদ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বাংলাদেশি ল্যাবরেটরি ঢাকার ওটিএস (প্রা:) লিমিটেড বহুজাতিক ল্যাবরেটরি জার্মানভিত্তিক টুভ সুড বাংলাদেশ তুরস্কভিত্তিক ল্যাবরাইট বাংলাদেশ লিমিটেড এবং আমেরিকাভিত্তিক মডার্ণ টেস্টিং সার্ভিসেস (বিডি) লিমিটেড । এছাড়া, গাজিপুরের ক্রিয়েটিভ ওয়াস লিমিটেড ল্যাবরেটরি মির্জাপুরের নোমান টেরি টাওয়েল টেস্টিং ল্যাবরেটরি, চট্টগ্রামের মেডিক্যাল ল্যাবরেটরি এপিক হেল্থ কেয়ার (ঊঢ়রপ ঐবধষঃয ঈধৎব, ঈযধঃঃড়মৎধস) এবং ঢাকার সার্টিফিকেশন সংস্থা কেজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার
- মাধবদীর সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনে পুড়ল ৬ দোকান
- কোনো ষড়যন্ত্র-চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না : খায়রুল কবির খোকন
- নরসিংদীতে জুলাই অভ্যুত্থান দিবস পালন
- ১৬ বছরের জুলুমের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান
- নরসিংদীতে রেলওয়ে স্টেশনে ছিনতাই চেষ্টাকালে দুইজন আটক
- রায়পুরায় বাড়ি হতে ৫টি একনলা বন্দুক, ১৮টি ককটেল ও গুলি উদ্ধার
- নরসিংদীতে চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনী
- আগামী সংসদে জাতীয় নাগরিক পার্টির জয়জয়কার হবে: নাহিদ ইসলাম
- শিবপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
- শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার
- মাধবদীর সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনে পুড়ল ৬ দোকান
- কোনো ষড়যন্ত্র-চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না : খায়রুল কবির খোকন
- নরসিংদীতে জুলাই অভ্যুত্থান দিবস পালন
- ১৬ বছরের জুলুমের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান
- নরসিংদীতে রেলওয়ে স্টেশনে ছিনতাই চেষ্টাকালে দুইজন আটক
- রায়পুরায় বাড়ি হতে ৫টি একনলা বন্দুক, ১৮টি ককটেল ও গুলি উদ্ধার
- নরসিংদীতে চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনী
- আগামী সংসদে জাতীয় নাগরিক পার্টির জয়জয়কার হবে: নাহিদ ইসলাম
- শিবপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা