আমরা সবাই মিলে সারা দেশকে পরিচ্ছন্ন করার যুদ্ধে আছি: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

১৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৯ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০১:২৯ পিএম


আমরা সবাই মিলে সারা দেশকে পরিচ্ছন্ন করার যুদ্ধে আছি: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি বলেছেন, “আমরা সবাই মিলে সারা দেশকে পরিচ্ছন্ন করার যুদ্ধে আছি। মুক্তিযুদ্ধ ছিলো অন্যায়, অবিচার, বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ। সেই যুদ্ধ এখনও চলমান। পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করেছি। অনৈতিকতা, দুর্নীতি, সন্ত্রাস, ইভটিজিং, ক্যাসিনোসহ অন্যান্য খারাপ কাজের সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে যুদ্ধ চলমান। মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে পরিচ্ছন্ন সুন্দর বাংলাদেশ চেয়েছিলেন। তারা নীতি-নৈতিকতার বাংলাদেশ চেয়েছিলেন। ধনী-দরিদ্র্যের বৈষম্য দূর করার বাংলাদেশ চেয়েছিলেন। তাই আমরা দেশকে পরিচ্ছন্ন রাখতে চাই। ঘুষ-দুর্নীতি মুক্ত পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে চাই।”

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউর জাতীয় সংসদ ভবনের সম্মুখে বেসরকারি টেলিভিশন আরটিভি এবং রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘পরিচ্ছন্নতার যুদ্ধ’ শীর্ষক ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আমিনুল ইসলাম খান ও মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী, মুক্তিযোদ্ধা গোলাম রসূল ভূঁইয়া, চিত্রনায়ক রিয়াজ, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, বাংলাদেশ স্কাউটস্ এর সদস্যবৃন্দ ও সিটি কর্পোরেশেনের পরিচ্ছন্নতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলকে পরিচ্ছন্নতার শপথ বাক্য পাঠ করান এবং পরিচ্ছন্নতার স্বপ্ন নিয়ে স্কাউটস্ সদস্যদের হাতে পরিচ্ছন্নতার টর্চ তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও