সৌদি আরবে ধরপাকড়: ফিরে এলেন ২ শত বাংলোদেশি

২৬ অক্টোবর ২০১৯, ১২:২৪ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৮ এএম


সৌদি আরবে ধরপাকড়: ফিরে এলেন ২ শত বাংলোদেশি

নিজস্ব প্রতিবেদক:

সৌ‌দি আরবে বাংলাদে‌শি শ্রমিকদের ধরপাকড় ও দেশে ফেরত পাঠানো অব্যাহত রয়েছে। এতে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন বাংলাদেশের সৌদী প্রবাসীরা। দেশটিতে কাজের বৈধ অনুমোদন (আকামা) থাকা সত্ত্বেও শুক্রবার (২৫ অক্টোবর) রাতে ২০০ বাংলাদেশি দেশটি থেকে ফিরতে হয়েছেন।

ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তারা দেশে ফেরেন। বরাবরের মতো এবারও দেশে ফেরা কর্মীদের প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় বিমানবন্দরে জরুরি খাবার-পানিসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য সহায়তা প্রদান করে ব্র্যাক অভিবাসন কর্মসূচি।

তিনি উল্লেখ করেন, চলতি বছ‌র ১৬ হাজারের বে‌শি বাংলাদেশি সৌদি আরব থেকে ফেরত এসেছেন। ফেরত আসা কর্মীরা যেসব বর্ণনা দিচ্ছেন সেগু‌লো মর্মান্তিক।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও