প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে ইমরান খানের কুশল বিনিময়

০২ অক্টোবর ২০১৯, ০৭:৫৩ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পিএম


প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে ইমরান খানের কুশল বিনিময়

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোন করে কুশল বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার (২ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ইমরান খান স্বাস্থ্যের খোঁজ নেন ইমরান খান। এ সময় সম্প্রতি অস্ত্রোপচার হওয়া চোখের কী অবস্থা তাও প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন পাক প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চোখের বর্তমান অবস্থারও খোঁজখবর নেন ইমরান।

চোখের চিকিৎসার খোঁজখবর নেয়ার জন্য প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও