ই-পাসপোর্ট  চালু হচ্ছে আগামী ডিসেম্বরে

২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৭ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম


ই-পাসপোর্ট  চালু হচ্ছে আগামী ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক:

ডিসেম্বরেই চালু হতে যাচ্ছে ই-পাসপোর্ট। এটি বাস্তবায়নে জার্মানির যে কোম্পানি কাজ করছে তারা ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে পারবে। তারপর তা প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে ই-পাসপোর্ট চালু হতে যাচ্ছে। কারণ জার্মানির যে কোম্পানি এনিয়ে কাজ করছে তারা ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে পারবে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

২০১৮ সালের ১৯ জুলাই ঢাকায় জার্মানির সরকারি প্রতিষ্ঠান ভেরিডোস জেএমবিএইচের সঙ্গে ডিআইপির ই-পাসপোর্ট সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। ওই বছরের ডিসেম্বরেই অত্যাধুনিক এ পাসপোর্ট গ্রাহকের হাতে তুলে দেয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতার কারণ দেখিয়ে তার তারিখ কয়েকবার পেছানো হয়।

পৃথিবীতে বর্তমানে ১১৯ দেশের নাগরিকরা ই-পাসপোর্ট ব্যবহার করেন। এবার ওই দেশগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশেও।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও