সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ

১০ আগস্ট ২০১৯, ০৫:৫৮ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০২:০০ এএম


সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে একটি সংগঠন।  

নরসিংদীর প্রধান বাড়ি মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে শুক্রবার (৯ আগষ্ট) ঢাকার মিরপুর-১ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে শিক্ষার আলো পাঠশালার পথশিশুদের মাঝে এসব নতুন পোশাক বিতরণ করা হয় । উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল ব্লাড ডোনেশন বাংলাদেশ।

প্রধান বাড়ি মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নাহিদ প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন বিডি আর্তসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুনায়েদ আহসান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউ আর ওয়ান ব্লাড ডোনেশন বিডি-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুজন হাসান শর্ত, প্রধান বাড়ি মানবসেবা ফাউন্ডেশনের কার্যকরী সদস্য আলিফ মাহমুদ, ব্লাড হেল্প লাইন বাংলাদেশের মোঃ রনি।

এসময় অন্যান্যদের মধ্যে পাঠশালার সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পথশিশুদের শিক্ষার আলো পাঠশালার প্রতিষ্ঠাতা ও ব্লাড ডোনেশন বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও