দেখা গেছে চাঁদ, ১২ আগস্ট ঈদুল আজহা

০২ আগস্ট ২০১৯, ০৮:৪৬ পিএম | আপডেট: ০৬ মে ২০২৪, ১২:৩৯ পিএম


দেখা গেছে চাঁদ, ১২ আগস্ট ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদক:

আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হবে। শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে একথা জানানো হয়।

গাইবান্ধা জেলার পুরােনো জেলখানার সামনে থেকে জিলহজ মাসেন চাঁদ দেখা গেছে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

অপরদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১১ আগস্ট। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদুল আজহা পালন করা হয়। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে।

গত বুধবার বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানায়, ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ পালিত হতে পারে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও