স্বামী রিফাত হত্যায় সংশ্লিষ্টতা পাওয়ায় অবশেষে মিন্নি গ্রেপ্তার

১৬ জুলাই ২০১৯, ০৯:১০ পিএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ১২:০৭ পিএম


স্বামী রিফাত হত্যায় সংশ্লিষ্টতা পাওয়ায় অবশেষে মিন্নি গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি:

অবশেষে বরগুনায় স্বামী রিফাত হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা পাওয়ায় দিনভর জিজ্ঞাসাবাদ শেষে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকেও গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই)জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেইন বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার দিনব্যাপী এ মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নিকে জিজ্ঞাবাসাবাদের জন্য পুলিশ লাইনে নেওয়া হয়।

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, “সকালে পুলিশের একটি টিম মিন্নিকে আসামি সনাক্ত করার কথা বলে পুলিশ লাইনে নিয়ে যায়।”

এদিকে রিফাত হত্যার ঘটনায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জড়িত দাবি করে গত ১৪ জুলাই বরগুনায় সর্বস্তরের জনগণের ব্যানারে একটি মানববন্ধন করা হয়।

মানববন্ধনের পরপরই বাবার বাড়িতে এক সংবাদ সম্মেলনে মিন্নি দাবি করেন, মামলায় অভিযুক্ত আসামিদের আড়াল করতেই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসময় তিনি অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন।

উল্লেখ্য, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও