ভৈরবে এনটিভি দর্শক ফোরামের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭ এএম | আপডেট: ২৯ মার্চ ২০২৫, ০৮:২৩ পিএম

ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান করেছে এনটিভি দর্শক ফোরাম। মঙ্গলবার দুপুরে শহরের কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ হলরুমে এই আয়োজন করা হয়।
সম্মাননা পাওয়া গুণীজনেরা হলেন-শিক্ষাবিদ অধ্যক্ষ মো. হানিফ (মরণোত্তর), সমাজ সেবক নূরুজ্জামান লাল মিয়া (মরণোত্তর), ভাষা সৈনিক আব্দুল মতিন (মরণোত্তর), ভাষা সৈনিক জহুরুল হক জরু মিয়া ও বীর মুক্তিযোদ্ধা এম.এ. হামিদ।
এনটিভি দর্শক ফোরাম ভৈরবের উপদেষ্টা মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও সরকারি বিজ্ঞান কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান।
সম্মাননা দেওয়া গুণীজনদের জীবনী নিয়ে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্র “গুণীজন” এর মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির সদস্য, লেখক-কলামিস্ট অধ্যক্ষ মো. শহীদুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভৈরব টিচার্স ট্রেনিং কলেজের পরিচালক, আসাদুজ্জামান বাবুল ও কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল ও কলেজের অধ্যক্ষ সাফায়েত হোসেন।
আরও বক্তব্য রাখেন এনটিভির ভৈরবের স্টাফ রিপোর্টার মোস্তাফিজ আমিন, সম্মিলন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সামিউজ্জামান সুমন, ভৈরব চেম্বারের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট জাহিদুল হক জাবেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল হক সুজন, প্রভাষক বদরুল আরেফিন রাতুল, শিক্ষক আহসান উল্লাহ আকাশ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, এনটিভি দর্শক ফোরাম ভৈরবে ধারাবাহিকভাবে গুণীজনদের সম্মাননা প্রদান করে আসছে। যা খুব প্রজেটিভ। কোনো সমাজে গুণীজনদের সম্মান জানানো মানেই হলো সেই সমাজে আরও গুণীজন তৈরি হবে। গুণীজনদের সম্মাননা জানিয়ে এনটিভি ভৈরবে গুণীজন তৈরিতে বলিষ্ঠ ভূমিকা রাখছে।
বর্তমান তরুণ সমাজের অবক্ষয় রোধে শিল্প-সাহিত্য সংস্কৃতির চর্চার বিকল্প নেই উল্লেখ করে বক্তারা বলেন, মোবাইল আসক্তি, মোবাইল গেইম আর অপসংস্কৃতির হাত থেকে নতুন প্রজন্মকে রক্ষায় তাদের মাঝে দেশীয় সংস্কৃতির বীজ বুপন করতে হবে।
আর এর অন্যতম অনুসঙ্গ হলো এদের মাঝে মুদ্রিত বই পড়ার অভ্যাস, নাচ-গান, কবিতা, অভিনয়ের চর্চা গড়ে তোলা। এই ক্ষেত্রে ভৈরবে এনটিভি দর্শক ফোরাম ও জাতীয় শিশু-কিশোর ও যুব সংগঠন “চাঁদের হাট” অগ্রণী ভূমিকা পালন করছে।
বক্তারা প্রত্যাশা করে বলেন, আগামীতেও এনটিভি দর্শক ফোরাম ও চাঁদের হাট ধারাবাহিকভাবে এমন সুন্দর আয়োজন করবে।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের মাঝে গল্পলেখা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও তাদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
- পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদে নির্বাচন বানচাল করার পায়তারা হচ্ছে :খায়রুল কবির খোকন
- বেলাবতে মহিলা পরিষদের বিভিন্ন অনুদান বিতরণ
- মনোহরদীতে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে ধর্ষণের অভিযোগ
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
- পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদে নির্বাচন বানচাল করার পায়তারা হচ্ছে :খায়রুল কবির খোকন
- বেলাবতে মহিলা পরিষদের বিভিন্ন অনুদান বিতরণ
- মনোহরদীতে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে ধর্ষণের অভিযোগ