দেশে এ পর্যন্ত ৯৬২৩ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৯ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম


দেশে এ পর্যন্ত ৯৬২৩ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) এ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে ৯ হাজার ৬২৩ জন চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩ হাজার ১৬৫ জন চিকিৎসক, ২ হাজার ৩৪৭ জন নার্স এবং ৪ হাজার ১১১ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। একই বছরের ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্য হয়। ২০২০ সালের ৮ মার্চ থেকে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত করোনায় সর্বমোট ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন আক্রান্ত হন। অাক্রান্তদের মধ্যে ৯ হাজার ৬২৩ জন স্বাস্থ্যকর্মী।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও