২৪ ঘন্টায় করোনা রোগী শনাক্ত ৫ হাজার ২২২, মৃত্যু ৮ জনের

১৬ জানুয়ারি ২০২২, ০৩:৫৭ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম


২৪ ঘন্টায় করোনা রোগী শনাক্ত ৫ হাজার ২২২, মৃত্যু ৮ জনের

নিজস্ব প্রতিবেদক:

দেশে দিন দিন করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়েই চলছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮২ শতাংশ। এছাড়া একই সময়ে মৃত্যু হয়েছে ৮ জনের। রোববার (১৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনায় এখন পর্যন্ত দেশে ২৮ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পাঁচজন পুরুষ, তিনজন নারী রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন চার, চট্টগ্রামে তিন ও সিলেটে একজন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৩ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জনে।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হন। করোনায় দেশে প্রথম মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও