করোনায় একদিনে আক্রান্ত ২ হাজার ২৩১, মৃত্যু হয়েছে ৩ জনের

১০ জানুয়ারি ২০২২, ০৩:১৬ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০১:০৯ এএম


করোনায় একদিনে আক্রান্ত ২ হাজার ২৩১, মৃত্যু হয়েছে ৩ জনের
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক:

দেশে প্রাণঘাতি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (একদিনে) সারাদেশে ২ হাজার ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর একই সময়ে মৃত্যু হয়েছে ৩ জনের। সোমবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সর্বশেষ গত বছরের ১৪ সেপ্টেম্বর দুই হাজার ৭৪ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৮১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৬ হাজার ১৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। এদের মধ্যে ঢাকায় দুইজনের মৃত্যু হয়। আর রাজশাহীতে মৃত্যু হয় একজনের।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও