করোনায় আরও এক নারীর মৃত্যু, শনাক্ত ৫৫৭

০২ জানুয়ারি ২০২২, ০৩:৩৮ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১৬ এএম


করোনায় আরও এক নারীর মৃত্যু, শনাক্ত ৫৫৭
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক:

দেশে বেড়েছে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৫৭ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জনে।

এই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৭ জন। মারা যাওয়া ব্যক্তির বয়স ৪০ বছর। তিনি একজন নারী। রংপুর বিভাগের বাসিন্দা।

এছাড়া একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৩ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ। রোববার (২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে মৃত্যু হয় প্রথম একজনের।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও