করোনায় একদিনে আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৫১২

৩১ ডিসেম্বর ২০২১, ০৬:৪১ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০১:২৩ পিএম


করোনায় একদিনে আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৫১২
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে দেশে এ ভাইরাসের আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৭২ জনে।

একই সময়ে দেশে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৫১২ জন। এনিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জনে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা যান।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও