করোনায় একদিনে আরও ৩০ জনের প্রানহানি, শনাক্ত ১৯৭০

০৭ জুন ২০২১, ০৩:১১ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১০:৫১ পিএম


করোনায় একদিনে আরও ৩০ জনের প্রানহানি, শনাক্ত ১৯৭০
স্বাস্থ্যবিধি মেনে করোনায় মৃতকে নিয়ে যাওয়া হচ্ছে। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১১ জন। ৩০ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১৭ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন ও বাসায় তিনজন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৬৯ জন।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৭০ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ১২ হাজার ৯৬০ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯১৮ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৭ লাখ ৫৩ হাজার ২৪০ জন।

সোমবার (৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৫১০টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ৬৬৬টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ১৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১১ দশমিক ৪৭ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৪০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩০ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন ও ষাটোর্র্ধ্ব ২২ জন রয়েছেন।

বিভাগওয়ারী দেখা গেছে, ৩০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে দুইজন, খুলনায় তিনজন, সিলেটে চারজন, রংপুরে একজন ও ময়মনসিংহ বিভাগে দুইজনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৭ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৭৪০ জন। এ মহামারিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৪৪ হাজার ৫১৪ জনের। এখন পর্যন্ত করোনাভাইরাস সৃষ্ট মহামারি কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৯২৯ জন।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও