করোনার টিকা নিলেন জাতীয় সংসদের স্পিকার

১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১৫ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ১০:৩৬ এএম


করোনার টিকা নিলেন জাতীয় সংসদের স্পিকার
টিকা নিচ্ছেন ড. শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার (১৪ ফেব্রুয়ারি) সংসদের মেডিকেল সেন্টারে তিনি টিকা নেন।

টিকা গ্রহণ শেষে স্পিকার বলেন, ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সবারই এই ভ্যাকসিন গ্রহণ করা জরুরি। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেডিকেল সেন্টারের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এদিকে আজ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদও করোনার টিকা নেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে প্রথম কর্মদিবসেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টিকা নেন তিনি। এছাড়া সস্ত্রীক টিকা গ্রহণ করেন সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণ-টিকাদান কর্মসূচি শুরু হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণ-টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


বিভাগ : বাংলাদেশ