চলতি মাসেই কোভেক্স থেকে আসছে আরও ১ লাখ ৩১ হাজার টিকা

০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৩৫ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২৫ এএম


চলতি মাসেই কোভেক্স থেকে আসছে আরও ১ লাখ ৩১ হাজার টিকা

নিজস্ব প্রতিবেদক:

চলতি মাসেই কোভেক্স থেকে আরও ১ লাখ ৩১ হাজার টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্র পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব আব্দুল মান্নান জানান, এখন পর্যন্ত দেশে টিকা নিবন্ধনকারীর সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। বয়স্ক এবং নিবন্ধনে অক্ষম ব্যক্তিদের কোন কোন হাসপাতালে বিশেষ ব্যবস্থায় টিকা দেয়া হচ্ছে।

স্বাস্থ্যসচিব বলেন, টিকা নিয়ে মানুষের মধ্যে ভয় ভীতি দূর হচ্ছে। এখন মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে টিকা নিচ্ছে। টিকার নেয়ার পর কোনো অসুবিধা হচ্ছে না বলেও জানাচ্ছেন টিকা গ্ৰহীতারা। যতদিন যাবে টিকা নিয়ে মানুষের আগ্রহ ও উৎসাহ আরও বাড়বে।

তিনি জানান, গতকাল সোমবার পর্যন্ত ৭৮ হাজার টিকা দেয়া হয়েছে। এখন পর্যন্ত ভ্যাকসিন নেবার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৬ লাখ মানুষ। এ মাসের শেষে বিনামূল্যে কোভ্যাক্স এর ১ লাখ ৩১ হাজার ভ্যাকসিন দেশে আসবে দেশে।


বিভাগ : বাংলাদেশ