নতুন নির্দেশনা: টিকা নিতে পারবেন ৪০ বছরের বেশি বয়সীরা

০৮ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫৬ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ০২:২৭ পিএম


নতুন নির্দেশনা: টিকা নিতে পারবেন ৪০ বছরের বেশি বয়সীরা

টাইমস ডেস্ক:

৪০ বছরের বেশি বয়সীরাই টিকা নিতে পারবেন বলে মন্ত্রিসভায় নতুন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) এই নতুন নির্দেশনা দিয়েছেন। এর আগে বয়সসীমা ছিল ৫৫ বছর পর্যন্ত।

যুবকদের, সম্মুখযোদ্ধাদের পরিবারকেও টিকার আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে টিকা নিলেও মাস্ক অবশ্যই পড়তে হবে বলে মন্ত্রিসভায় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

গ্রামাঞ্চলে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও শহরাঞ্চলে বিজনেস সেন্টারে গিয়ে টিকার জন্য রেজিষ্ট্রেশন করা যাবে। এছাড়া সবাই যাতে টিকা নেন সে বিষয়ে প্রচারণা চালাতেও নির্দেশনা দেওয়া হয়েছে।


বিভাগ : বাংলাদেশ