কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি  

৩১ জানুয়ারি ২০২১, ১২:১৫ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম


কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি  

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। রোববার (৩১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, “রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে। কুড়িগ্রামে মৃধু ও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী মাসের ৩ তারিখের আগে এ পরিস্থিতি পরিবর্তন হওয়ার কোন সম্ভবনা নেই।

দিনের বেশিরভাগ সময় ঘন কুয়াশার মেঘে সূর্য ঢেকে থাকছে । রাতভর ঘন কুয়াশা বৃষ্টির মতো ঝমঝম করে পড়ছে। এ অবস্থায় প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন দিন মজুর ও নিম্ন আয়ের মানুষরা।

এদিকে জেলার হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশি। নদ-নদী তীরবর্তী এলাকার মানুষের মাঝে ঠান্ডার প্রকোপ বেশি পড়েছে।


বিভাগ : বাংলাদেশ