প্রথম ধাপের পৌর নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ: ইসি

২৯ ডিসেম্বর ২০২০, ০৩:৪১ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ১১:১০ পিএম


প্রথম ধাপের পৌর নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ: ইসি

নিজস্ব প্রতিবেদক:

দেশে প্রথম ধাপের পৌর নির্বাচনে মেয়র পদে ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসির জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার ভোট হওয়া ২৪ পৌরসভার মধ্যে একটিতে মেয়র পদের ফলাফল প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত করা হয়েছে। বাকি ২৩ পৌরসভায় গড়ে ৬৫.০৬ শতাংশ ভোট পড়েছে।

খুলনার চালনা পৌরসভার মেয়র পদের একজন প্রার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ওই পৌরসভায় মেয়র পদের ফল স্থগিত করে ইসি।

দলীয় প্রতীকের এ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুই জন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হয়েছেন।

ইসির জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী, পটুয়াখালীর কুয়াটাকায় সর্বোচ্চ ৮৫.৩১ শতাংশ ভোট পড়েছে এ নির্বাচনে। আর সবচেয়ে কম চট্টগ্রামের সীতাকুণ্ডে ৪০.৮৭ শতাংশ ভোট পড়েছে।

২৩ পৌরসভায় ৬ লাখ ১২ হাজার ৫৭০ জন ভোটার ছিলেন এবার। এর মধ্যে মেয়র পদে বৈধ ভোট পড়েছে ৩ লাখ ৯৭ হাজার ৭৭৯টি।


বিভাগ : বাংলাদেশ