বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে: প্রধানমন্ত্রী

১৬ ডিসেম্বর ২০২০, ০৭:২৭ পিএম | আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০৩:১৯ এএম


বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে: প্রধানমন্ত্রী
পুরনো ছবি

নিজস্ব প্রতিবেদক:

চলমান ভাস্কর্য বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ।

বুধবার (১৬ ডিসেম্বর) গণভবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনাসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ মুসলমান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের। সবার রক্তে দেশ স্বাধীন হয়েছে। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান বলে এ দেশে অন্য ধর্মের মানুষদের অধিকার বঞ্চিত করা হবে- তা ঠিক নয়।

সবাইকে সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি গণভবন থেকে আলোচনা সভায় যোগ দেন। তিনি এতে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে তার দল ও অঙ্গসংগঠনের অবদানের কথা উল্লেখ করে নেতাকর্মীদের জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।


বিভাগ : বাংলাদেশ