দেশে করোনাভাইরাসে গত তিনমাসে সর্বোচ্চ মৃত্যু ৪০

১৫ ডিসেম্বর ২০২০, ০৭:১৯ পিএম | আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০৪:২১ এএম


দেশে করোনাভাইরাসে গত তিনমাসে সর্বোচ্চ মৃত্যু ৪০

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। যা গত ৮৩ দিনের মধ্যে দৈনিক মৃত্যু হিসেবে সর্বোচ্চ। এসময় নতুন করে ১৯ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৭৭ জন।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ১২৯ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জনে।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।


বিভাগ : বাংলাদেশ