বিমানবন্দরে মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো ২৫০ কেজি ওজনের বোমা

০৯ ডিসেম্বর ২০২০, ০৬:৩৬ পিএম | আপডেট: ০৪ মে ২০২৪, ০১:১২ এএম


বিমানবন্দরে মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো ২৫০ কেজি ওজনের বোমা
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালে নির্মাণকাজের পাইলিংয় করার সময় মাটি খুঁড়তে গিয়ে ২৫০ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে বিমানবন্দর থেকে বিশালাকৃতির পরিত্যক্ত এই বোমাটি উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের পাইলিংয়ের সময় মাটির প্রায় তিন মিটার গভীর থেকে সিলিন্ডার আকৃতির ২৫০ কেজি ওজনের বোমাটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে বিমান বাহিনীর বোমা নিস্ক্রিয়কারী দল। বোমাটি উদ্ধারের পর ময়মনসিংহ মুক্তাগাছায় বিমানঘাঁটিতে নেয়া হচ্ছে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও