করোনাভাইরাস: আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৬৬৬

০৬ ডিসেম্বর ২০২০, ০৬:৫৬ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০২:০৭ পিএম


করোনাভাইরাস: আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৬৬৬

নিজস্ব প্রতিবেদক:

দেশে চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। ১৩ হাজার ২১৮টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৬৬ জন।

দেশে গত মার্চের শুরুর দিকে করোনাভাইরাস (কভিড-১৯) এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শনিবার (৫ ডিসেম্বর) পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৮৩৮ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জনে।

আরও ২ হাজার ৫৫২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৯৫ হাজার ৯৬০ জন হয়েছে।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে রবিবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৫তম স্থানে রয়েছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৩তম অবস্থানে।


বিভাগ : বাংলাদেশ