বগুড়ার শিবগঞ্জে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

১৭ নভেম্বর ২০২০, ০২:২২ পিএম | আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৩ পিএম


বগুড়ার শিবগঞ্জে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

ডেস্ক রিপোর্টঃ

নবান্ন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে আজ বসেছে জমজমাট মাছের মেলা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে ক্রেতা বিক্রেতায় মুখর মেলা প্রাঙ্গণ।প্রতিবছর প্রায় ২শ’ বছরের পুরানো এ মেলায় প্রায় ১ কোটি টাকার মাছ বেচা কেনা হয়।এবছরও বড় মাছের চালান এসেছে মেলায়। সকলেই এসেছেন বড় মাছ কেনার জন্য। নতুন চালের ভাতের সঙ্গে বড় মাছ দিয়ে আপ্যায়ন করা হবে আমন্ত্রিত অতিথিদের। মেলাতে বড় বড় মাছ পাওয়ায় খুশী ক্রেতারা।

এই মাছের মেলা আয়োজকরা জানান, এবার মেলায় কোটি টাকার উপরে মাছ বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে।

শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, প্রাচীন এই নবান্নের মেলা যাতে ভালো ভাবে শেষ হয় সে বিষয়টি খেয়াল রেখে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও