সাবেক ডেপুটি স্পিকার শওকত  আলীর মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক 

১৬ নভেম্বর ২০২০, ০৩:২২ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১১:১৭ পিএম


সাবেক ডেপুটি স্পিকার শওকত  আলীর মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক 

নিজস্ব প্রতিবেদক:

নবম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

মন্ত্রী আজ এক শোক বার্তায় এই বীর মুক্তিযোদ্ধার আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় মন্ত্রী আরও জানান, “মহান মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার কর্নেল (অব.) শওকত আলী তার গভীর দেশপ্রেমের কারণে ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত। দেশের স্বাধীকার আন্দালন ও মহান মুক্তিযুদ্ধে তার অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে।”


বিভাগ : বাংলাদেশ