করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত্যু, শনাক্ত ১৪৭৪

০৮ নভেম্বর ২০২০, ০৫:২৫ পিএম | আপডেট: ১২ মে ২০২৪, ০১:২১ পিএম


করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত্যু, শনাক্ত ১৪৭৪

টাইমস ডেস্ক:

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে পুরুষ ১৪ জন এবং নারী ৪ জন। এনিয়ে ভাইরাসে মোট মারা গেলেন ছয় হাজার ৬৭ জন। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৪৭৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ ২০ হাজার ২৩৮ জনে।

রোববার (০৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১৪টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৬০১টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৭২০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৪২ হাজার ৬০২টি। নমুনা পরীক্ষায় নতুন এক হাজার ৪৭৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ২০ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো এক হাজার ৫৭৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩৮ হাজার ১৪৫ জনে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১১ জন রয়েছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চলতি বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

 


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও