বকশিগঞ্জে মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীর অর্থদণ্ড

২২ অক্টোবর ২০২০, ০৪:০৮ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম


বকশিগঞ্জে মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীর অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা। তিনি বৃহস্পতিবার (২২ অক্টোবর) এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।


এসময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুয়ায়ী এক খুচরা বিক্রেতাকে ১ হাজার ও পাইকারি বিক্রেতাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে যে সকল ব্যবসায়ী নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করছেন ও সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করছেন তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
উপজেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে বলে জানান ইউএনও মুনমুন জাহান লিজা।


বিভাগ : বাংলাদেশ