বকশীগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন

১৫ অক্টোবর ২০২০, ০৬:৪২ পিএম | আপডেট: ২৫ মে ২০২৫, ০২:৩৯ এএম


বকশীগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০ পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার(১৫ অক্টোবর)আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাব নন্দী, উপজেলা জনস্বাস্থ্য  প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমিন ফোরকান প্রমুখ।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও