বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত

০৮ মার্চ ২০২০, ০২:৩৫ পিএম | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৬ পিএম


বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত

টাইমস ডেস্ক: 

বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)।

রবিবার (৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানিয়েছেন, ''এই তিনজনের শরীরে নভেল করোনাভাইরাস পাওয়া গেছে''

তাদের মধ্যে দুইজন ইটালি থেকে বাংলাদেশে এসেছিলেন। সেই দুজনের একজনের পরিবারের একজন নারী সদস্য বাংলাদেশে আক্রান্ত হন।

এদের বয়স বিশ থেকে পয়ত্রিশ বছরের মধ্যে বলে জানা গেছে। বাংলাদেশের সকল বাসিন্দাকে বিশেষভাবে সতর্ক থাকার জন্য পরামর্শ দেয়া হয়েছে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও