বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

২২ জানুয়ারি ২০২০, ০৩:২৭ পিএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ এএম


বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) ভোরে হাতীবান্ধা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুরুজ মিয়া ও সুরুজ আলী। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট‌্যানেন্ট কর্নেল তৌহিদুল আলম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের সদস‌্যরা গুলি করে। এতে দুইজন নিহত হন। সুরুজ মিয়ার বাড়ি আমঝোল গ্রামে। তার বাবার নাম শাহাজান আলী। সুরুজ আলীর বাড়ি একই গ্রামে। তার বাবার নাম ওসমান আলী।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও