হাসপাতালে জাহাঙ্গীর কবির নানক

০৬ জানুয়ারি ২০২০, ০১:২১ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫২ এএম


হাসপাতালে জাহাঙ্গীর কবির নানক

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করলে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

জাহাঙ্গীর কবির নানকের একান্ত সহকারী মোহাম্মদ বিপ্লব বলেন, জাহাঙ্গীর কবির নানকের এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। এরই মধ্যে নানককে রিং পরানোর সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের হেভিওয়েট নেতা জাহাঙ্গীর কবির নানক রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি যুবলীগের সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৯ সালে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রীসভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও