বিদ্যুতের প্রি-পেইড মিটার খুলে নিতে গ্রাহকদের আল্টিমেটাম

১০ জুন ২০১৯, ০৭:৫০ পিএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:৫৩ এএম


বিদ্যুতের প্রি-পেইড মিটার খুলে নিতে গ্রাহকদের আল্টিমেটাম

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জে ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও স্থাপনকৃত মিটার খুলে নিতে পল্লী বিদ্যুৎ সমিতিকে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা।

সোমবার (১০ জুন) সকালে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত প্রিপেইড মিটার বন্ধের দাবিতে অনুষ্ঠিত এক মানববন্ধনে গ্রাহকরা এ আল্টিমেটাম দেন।  এসময়ের মধ্যে দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচিতে যাবেন বলেও জানান গ্রাহকরা। বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহরের প্রধান বাজার সড়কে এ মানববন্ধন করা হয়।

পরে উপস্থিত জনগণ বিক্ষোভ মিছিল বের করেন ও জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি প্রদান করেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও