গাঁজা সেবন করায় দুই যুবকের কারাদণ্ড

১০ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১১ পিএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম


গাঁজা সেবন করায় দুই যুবকের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের সরিষাবাড়ী এলাকায় দুজন মাদক সেবনকারীকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ফজলুল হক (২৮) ও সিফাত মিয়া (১৯) নামের দুজনকে গাঁজাসহ র‌্যাব-১৪ আটক করে পৌর এলাকার শিমলাপল্লী থেকে।

সূত্র জানায়, জামালপুর র‌্যাব-১৪ এর কম্পানী কমান্ডার তোফাইল আহম্মদের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে পৌর এলাকার শিমলাপল্লীতে। আটক করা হয় শিমলাপল্লীর মৃত জালাল শেখের ছেলে ফজলুল হক ও মেছের আলীর ছেলে সিফাত মিয়াকে। তাদের কাছে পাওয়া যায় দুই গ্রাম গাঁজা। আটকের পর তাদের নেয়া হয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিচার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ জানান, দুই মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও