প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ফেঁসে গেলেন ৩ জন

০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৫ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ০৬:০০ পিএম


প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ফেঁসে গেলেন ৩ জন
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি প্রোগ্রামের প্রথমবর্ষের গণিত পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে ৩ জনকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল ১০টার দিকে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ফাহিমা (১৯), অলিউল্লাহ (৩২) ও ফারুক (২৩)। ফাহিমার বাড়ি কলাপাড়া উপজেলার দীঘর বালীয়াতলী গ্রামে; অলিউল্লাহর বাড়ি পটুয়াখালীর তিতকাটা গ্রামে ও ফারুকের মহিপুর থানার দিয়ার আমখোলা পাড়া গ্রামে।

সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি প্রোগ্রামের প্রথমবর্ষের গণিত পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় মোসা. নুরুন্নাহার, মো. আবুল বাসার ও মো. সাইফউদ্দিন আল-মামুনের অংশ নেয়ার কথা ছিল। কিন্তু এদের পরিবর্তে এই ভুয়া পরীক্ষার্থীরা অংশ নেন। কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ এর সত্যতা নিশ্চিত করেন।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও