বৃদ্ধা মাকে ভরণ-পোষণ না দেওয়ায় ছেলের কারাদণ্ড

১০ নভেম্বর ২০২০, ০৬:৪৪ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২৪, ০৪:১৩ এএম


বৃদ্ধা মাকে ভরণ-পোষণ না দেওয়ায় ছেলের কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় বৃদ্ধা মাকে ভরণ-পোষণ না দেওয়ায় ছেলেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হুদা এ সাজা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার বিলবাউচ গ্রামের মৃত সাইদ মোল্যার ছেলে আকরাম মোল্যা (৫৫) তার বৃদ্ধা মাকে ভরণ-পোষণ দিতেন না। পরে মায়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ছেলে আকরামকে আটক করে। এসময় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেলে আকরামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডিত আকরামকে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও