করোনা ভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন, শনাক্ত ১৪৩৬

৩০ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৩ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ১১:১০ এএম


করোনা ভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন, শনাক্ত ১৪৩৬
করোনায় মৃত ব্যাক্তির জানাজা। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর মিছিলে যোগ দেয়া মানুষের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। ফলে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ২৫১ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬৩ হাজার ৪৭৯ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৮৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭৫ হাজার ৪৮৭ জনে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৮টি পরীক্ষাগারে ১৩ হাজার ১৫৫টি নমুনা সংগ্রহ হয় এবং ১৩ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৪৫৫টি।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও