করোনা ভাইরাস : কেড়ে নিলো আরও ৩৭ প্রাণ, নতুন শনাক্ত ১৬৬৬

২৩ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫০ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২৪, ০২:০৬ পিএম


করোনা ভাইরাস : কেড়ে নিলো আরও ৩৭ প্রাণ, নতুন শনাক্ত ১৬৬৬
করোনায় মৃতের দাফন করা হচ্ছে। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪৪ জনে। গত একদিনে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৬৬ জন। এখন পর্যন্ত মোট ৩ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন পজিটিভ শনাক্ত হলেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ৯৭৭টি। নমুনা পরীক্ষা করা হয় ১৪ হাজার ১৫০টি। এখন পর্যন্ত ১৮ লাখ ৬২ হাজার ৬৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৩ জন। এখন পর্যন্ত সুস্থ ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১১ দশমিক ৭৭ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ৯১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছে ৭৪ দশমিক ৬৪ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৯১৪ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১৩০ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে একজন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ২ জন, বরিশালে একজন, খুলনা বিভাগে ৫ জন এবং সিলেটে এক জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩৫ জন এবং বাড়িতে মারা গেছেন দুই জন।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও