করোনাভাইরাস: মৃত্যুর সংখ্যায় চীনকেও ছাড়িয়ে গেলো বাংলাদেশ

১৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:১১ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম


করোনাভাইরাস: মৃত্যুর সংখ্যায় চীনকেও ছাড়িয়ে গেলো বাংলাদেশ
করোনায় মৃত ব্যাক্তির জানাজা। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট মারা গেলেন ৪ হাজার ৭৫৯ জন। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে করোনায় মৃতের সংখ্যায় চীনকে (৪ হাজার ৭৩৪) ছাড়িয়ে গেলো বাংলাদেশ। গত ১৩ জুন শনাক্ত রোগীর সংখ্যাতেও চীনকে ছাড়ায় বাংলাদেশ। এছাড়া আজকের মৃত্যু তালিকা যোগ হলে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনার আপডেটে বাংলাদেশের অবস্থান হবে ২৮ তম।

করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ৯৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। দেশে ২৪ ঘণ্টায় ১ হাজার ৮১২ জন এবং এখন পর্যন্ত মোট ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১২ জন এবং এখন পর্যন্ত মোট ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৪৭টি নমুনা সংগ্রহ আর ১৪ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২২ জন আর ৪ জন নারী। এখন পর্যন্ত মোট ৩ হাজার ৭০৮ জন পুরুষ এবং ১ হাজার ৫১ জন নারী মারা গেছেন। মৃত্যুর শতকরা হিসাবে পুরুষ ৭৭ দশমিক ৯২ শতাংশ আর নারী ২২ দশমিক শূন্য আট শতাংশ।

অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এর তথ্য অনুযায়ী অধিদফতর আরও জানায়, সর্বশেষ ২৬ জনের মধ্যে হাসপাতালে ২৫ আর বাড়িতে একজন মারা গেছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিবেচনায় ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন এবং ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৯, চট্টগ্রাম বিভাগে ৪, রাজশাহী বিভাগে ২ এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫১২ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ১৬২ জন, চট্টগ্রাম বিভাগে ৩০৬ জন, রংপুর বিভাগে ৮৮ জন, খুলনা বিভাগে ২৩০ জন, বরিশাল বিভাগে ৮৫ জন, রাজশাহী বিভাগে ৩৩৯, সিলেট বিভাগে ১৮৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১৫ জন রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়। বাংলাদেশে করোনার নমুনা পরীক্ষা শুরু হয় ২১ জানুয়ারি। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান জানায়। আর করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় তার ১০ দিন পর ১৮ মার্চ।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও