সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে চলবে বাস, নৌযান ও ট্রেন

২৭ মে ২০২০, ১০:৩০ পিএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৪, ০৫:৫৬ এএম


সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে চলবে বাস, নৌযান ও ট্রেন
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

সীমিত আকারে গণপরিবহন চলাচল করতে পারবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলার ব্যাপারে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। আজ বুধবার (২৭ মে) রাত আটটার দিকে প্রতিমন্ত্রী গণমাধ্যমকে এসব তথ্য জানান। এ বিষয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, সীমিত যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করতে পারবে। নৌপরিবহন ও ট্রেনও সীমিত যাত্রী নিয়ে চলাচল শুরু হবে। তিনি আরো বলেন, ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সবাই স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অফিস করবে। অসুস্থ, বয়স্ক এবং গর্ভবতী মহিলারা অফিসে আসবেন না। ১৫ জুন পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর পরবর্তী সময়ে জন্য নতুন করে সিদ্ধান্ত জানাবে সরকার।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও