করোনা পরীক্ষায় যুক্ত হচ্ছে আরও ১৬টি ল্যাব ও ৪০টি বুথ

১০ মে ২০২০, ১০:২৫ পিএম | আপডেট: ০২ মে ২০২৪, ০২:৪৪ পিএম


করোনা পরীক্ষায় যুক্ত হচ্ছে আরও ১৬টি ল্যাব ও ৪০টি বুথ
বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনাভাইরাস পরীক্ষায় আরও ১৬টি ল্যাব এবং ৪০টি বুথ স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (১৯ মে) দুপুরে রাজধানীর ইস্কাটনে করোনা চিকিৎসা হাসপাতাল উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এসময় সপ্তাহ খানেকের মধ্যেই রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে করোনারোগী ভর্তি শুরু হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলো যাতে রোগীদের কোভিড-১৯ সার্টিফিকেট দেয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। হলি ফ্যামিলির চিকিৎসকরা সরকারি চিকিৎসকদের মতোই প্রণোদনা ও সুবিধা পাবেন। তিনি আরো বলেন, বসুন্ধরার কোভিড হাসপাতালটি আগামী সপ্তাহে চালু হবে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও