করোনাভাইরাস: আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০৯

১৪ এপ্রিল ২০২০, ০২:৩৮ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম


করোনাভাইরাস: আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০৯
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছেন। এক দিনে এটাই সর্বোচ্চ শনাক্ত। এসময় মারা গেছেন ৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২। আর মৃত্যু বেড়ে হয়েছে ৪৬। মঙ্গলবার (১৪ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে আইইডিসিআর।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

আইইডিসিআর জানায়, গত ২৪ ঘণ্টায় ২০৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২ জন। গত ২৪ ঘণ্টায় এই প্রাণঘাতি ভাইরাসে মারা গেছে ৭ জন।

এর ফলে নিহতের সংখ্যা দাঁড়াল ৪৬ জনে। সুস্থ হয়েছে মোট ৪২ জন বাসায় ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১৯০৫ জনের।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও