দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮

২৭ মার্চ ২০২০, ০৮:৩৭ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪১ পিএম


দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে নতুন করে চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে এখন মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। শুক্রবার (২৭ মার্চ) করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিংয়ে এই তথ্য জানান আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ।

তিনি বলেন, নতুন করে চারজন করোনা রোগী শনাক্ত হওয়ায় আক্রান্ত সংখ্যা বেড়ে ৪৮ জনে দাড়িয়েছে। আপনারা স্বাস্থ্য বিধি মেনে চলবেন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। অসুস্থ ব্যক্তির সংস্পর্শে যাবেন না। বয়স্ক ব্যক্তিরা অতিরিক্ত সাবধানে থাকবেন।

প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরে নতুন কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে কন্ট্রোলরুম খোলা হয়েছে। আপনারা যেকোনো প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে কল করবেন। এছাড়াও স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বাতায়নে কল করবেন। নমুনা পরীক্ষার জন্য আমরা ল্যাবের সংখ্যা বাড়িয়েছি।

উল্লেখ্য, করোনাভাইরাসে সারাবিশ্বে ২৩ হাজার ৬৭ জনের মৃত্যু হয়েছে। ৫ লাখ ১১ হাজার ৬০৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৮৫ হাজার ৬৫৩ জন আক্রান্ত হয়েছেন। বাংলাদেশে ৫ জনের মৃত্যু হয়েছে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও